• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩
সর্বশেষ :
ফুলকপি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক উপকারী। ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্যামনগর প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ২৩মে শুক্রবার বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের অর্ধশতাধিক সাংবাদিক প্রাণবন্ত উপস্থিতি জানান।

 

অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

উদ্বোধনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি প্রভাষক সামিউল আজম মনির অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্যামনগরের সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সেক্রেটারি মাসুম বিল্লাহ, রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রনজিৎ বর্মন এবং দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান।

 

বক্তারা উপকূলীয় অঞ্চলের সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, সংবাদ সংগ্রহের প্রতিবন্ধকতা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের বিষয়গুলো তুলে ধরেন।

 

প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দিয়ে বলেন, “শ্যামনগরের সাংবাদিকদের জন্য একটি বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।” তিনি আরও বলেন, “প্রেস কাউন্সিল দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ও তথ্য অধিকার রক্ষায় সদা সচেষ্ট থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com