• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

অভিনয় ছেড়ে দিচ্ছেন মেগাস্টার বিজয়

প্রতিনিধি: / ৭৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দক্ষিণের অন্যতম খ্যাতিমান অভিনেতা, হালের সেনসেশন থালাপতি বিজয় অবশেষে তাঁর রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন। বিজয়ের দলের নাম রাখা হয়েছে ‘তামিলগা ভেত্রি কাজগা’। গত শুক্রবার নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন অভিনেতা। সেই সঙ্গে অভিনয়জীবনের ইতি টানার কথাও জানান। ভক্তদের অবাক করে দিয়ে একটি বিবৃতিতে বিজয় উল্লেখ করেছেন যে তিনি তামিলনাড়ুর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হওয়ার জন্য দুটি চলচ্চিত্র শেষ করার পরে সিনেমা ছেড়ে দেবেন। গত শুক্রবার বিজয় তাঁর রাজনৈতিক দলের নাম ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেন। তাঁর দলের সদস্যরা ২০২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, একটি বিশদ বিবৃতিতে বিজয় দলের নাম, মতাদর্শ এবং সিনেমা থেকে তার অবসর ঘোষণা করেছেন। তাঁর বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার মতে, রাজনীতি আমার জন্য অন্য কাজ নয়। এটি একটি পবিত্র কাজ। শুধু উচ্চমানের রাজনীতি নয়, আমার পূর্বসূরিদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে আমাকে। আমি নিজেকে প্রস্তুত করছি মানসিকভাবে। রাজনীতি কোনো শখ নয়। এটা আমার গভীর ইচ্ছা। আমি নিজেকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে চাই। তাই আমি আরো একটি চলচ্চিত্র সম্পূর্ণ করব যেটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এরপর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে উঠব। এভাবেই তামিলনাড়ুর মানুষের কাছে আমার ঋণের মূল্য আমি দিতে চাই।’ গত কয়েক মাস ধরে বিজয়ের রাজনৈতিক প্রবেশ নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তিনি দশম এবং ১২তম ক্লাসের ছাত্রদের সাথে দেখা করার পরে সেই গুঞ্জনে আরো বাতাস লাগে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যের প্রস্তাব দেওয়ার পরে বিজয়ের রাজনীতিতে প্রবেশের গুঞ্জন আরো বেড়ে যায়। তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে বিজয়ের ফ্যান ক্লাবের শীর্ষ পদে থাকা কয়েকজন ভোটে দাঁড়িয়ে সফলতাও পেয়েছিলেন। তামিলনাড়ুর থুথুকুড়িতে পুলিশের গুলিতে নিহত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিজয়। এরপর গত বছরের শেষভাগে বিজয় জানিয়েছিলেন তিনি রাজনীতিতে প্রবেশ করবেন। অবশেষে নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন এই অভিনেতা। বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘গ্রেটেস্ট অব অল টাইম’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বিজয়। এ ছাড়া শিরোনামহীন আরো একটি চলচ্চিত্র তাঁর হাতে রয়েছে। এই দুটি সিনেমা সম্পন্ন করেই অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নেমে পড়বেন সময়ের অন্যতম জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com