হ্যাঁ, আজ ১৬ ডিসেম্বর—মললোন বিজয় দিবস 🇧🇩
এই দিনে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়।
শ্রদ্ধাভরে স্মরণ করি
৩০ লক্ষ শহীদকে,
দুই লক্ষ মা–বোনের আত্মত্যাগকে,
আর অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বকে।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
লাল-সবুজের পতাকা চিরউন্নত থাকুক,
বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধি, ন্যায় ও মানবতার পথে।
Reporter Name 








