• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দ’খলের চেষ্টা প্রতিপক্ষের হা’ম’লা, মা’ম’লা

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর পল্লীতে গত ১৭ অক্টোবর বিকাল ৫টায় আবুল হাশেম গাজীর বসতভিটা জবর দখল করার জন্য একই এলাকার জাহাঙ্গীর, নজরুল ও আসলাম সহ ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে মূল্যবান গাছ গাছালি কাটতে থাকে,এ সময় আবুল হাশেমের পুত্র আলতাফ হোসেন প্রতিবাদ করলে আসামী জাহাঙ্গীর আলম লোহার প্লাস দিয়ে তার মুখে জোরে আঘাত করলে ৩টি দাত ভেঙে যায় এবং রক্তাক্ত জখম হয়।

 

এ সময় তার ডাক চিৎকারে বোন ছুটে আসলে তাকে দখলকারীরা মারপিট করে ফুলা জখম করে। একপর্যায়ে তার শাড়ি কাপড় টানা হেচড়া করে শীলতাহানি ঘটায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। তবে আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

 

এ ঘটনায় আলতাফ হোসেন বাদি হয়ে গত ২২ অক্টোবর বিজ্ঞ আমলী ৫নং আদালত ( শ্যামনগর) সাতক্ষীরায জাহাঙ্গীর সহ ৯ জনকে আসামি করে সি আর পি ৮৯৪/২৫ মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইতে প্রদান করেছেন। এ ছাড়া আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শ্যামনগর থানা কে নির্দেশ দিয়েছেন।

 

 

অপরদিকে আসামিরা নালিসি জমি দখলসহ তাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

 

এদিকে উক্ত জমি নিয়ে শ্যামনগর সহকারি জজ আদালতে আবুল হাশেম গাজী বাদী হয়ে দেং ১৬৬/২৫ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। অথচ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা উক্ত জমি দখল করতে যায়। যাহা সম্পূর্ণ আইন পরিপন্থী।

 

এ বিষয়ে স্থানীয় মুন্সিগঞ্জ ইউপি পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে দখল এবং হামলা করেছে শুনেছি মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করা আসলে দুঃখজনক হামলার ঘটনা শুনেছি পরে আদালতে মামলা হয়েছে শুনেছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com