প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৭:৪২ এ.এম
আনলো যারা স্বাধীনতা
বীর-বাঙালি যুদ্ধ করে
মুক্তি যুদ্ধ নামে,
আনলো তারা স্বাধীনতা
বাংলার আকাশ ধামে।
নয়মাস ধরে যুদ্ধ করে
অঘাৎ রক্ত ঝরে,
তিরিশ লক্ষ শহীদ হল
স্বাধীনতা বরে।
রক্তিম সূর্য ছিনায় আনি
জয়ের নিশান জাগে,
বাঙালির মন জাগল সাড়া
স্বাধীন আসে ভাগে।
শহীদ ভাইদের আত্ম ত্যাগে
পেলাম স্বাধীনতা,,
তাদের স্মৃতি হৃদয় প্রীতি
কাটাল অধীনতা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com