আশাশুনিতে গণ অধিকার পরিষদ ইসির নিবন্ধনে মোটরসাইকেল শোভাযাত্রা
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো
/ ১৪৮
দেখেছেন:
পাবলিশ:
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার করুন
গণ অধিকার পরিষদ ইসির নিবন্ধনে মোটরসাইকেল শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।
নিবন্ধিত দলের স্বীকৃতি পাওয়ায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়ে আশাশুনিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ যুব ও ছাত্র অধিকার পরিষদের আশাশুনি উপজেলা শাখার যৌথ আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাসিম রাজু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, আশাশুনি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজুল ইসলাম বাবুল, বুধহাটা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক হোসাইন মোহাম্মদ বিল্লাল সহ অর্ধশতাধিক নেতাকর্মী।