• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

এবার সনাতনীরা আগের চেয়ে ভালো পরিবেশে পূজা করছে: আমিন

স্টাফ রিপোর্টার / ১১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীরা এবার অতীতের তুলনায় আরও স্বস্তিদায়ক পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন বলে মন্তব্য করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ–বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা পূজার আয়োজন সফল করতে সর্বোচ্চ সহযোগিতা করছেন।

 

আমিন বলেন, ‘যেকোনো প্রয়োজনে সনাতন সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে পাচ্ছেন। এজন্যই তাঁরা বিএনপির কর্মকাণ্ডে সন্তুষ্ট। আমরা আশ্বস্ত করছি আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আমরা আরও সুন্দরভাবে তাঁদের পাশে থাকব।’

 

তিনি আরও বলেন, বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, এত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমনটা তাঁদের ধারণা ছিল না। তাঁরা অতীতের তুলনায় এবার বেশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অনুভব করছেন।

 

বিএনপির নীতির কথা তুলে ধরে আমিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার রূপরেখার ১৬ নম্বর দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সকলে সমান নাগরিক।” বিএনপি সেই নীতিতেই বিশ্বাস করে।

 

এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আংগুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আজাদ কল্লোল, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার ছিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিব হোসেন সেলিম, উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, সরকারি মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব মাসুদ পারভেজ , কাজী নজরুল কলেজ ছাত্রদলের সহসভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com