• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিনিধি / ৭২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানকে ও থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে সম্বর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ আগস্ট-২৫) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন থানার বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু।

 

এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, প্রেসক্লাবে সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, সিনিঃ সদস্য ইশারাত আলী, কাজী আল মামুন, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ ও সাংবাদিক আরিফুজ্জামান রাজু প্রমুখ।

 

অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, রেডিও নলতা স্টেশন ম্যানেজার মামুন হুসাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক গোলাম রব্বানী, শিমুল হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আল নূর আহমেদ ইমন, ফজলুল হক, শেখ সোলায়মান মামুন, সাগর হোসেন, তাপস কুমার ঘোষ ও নুরুজ্জামান প্রমুখ। বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জুলাই গণে আন্দোলন ৫ আগস্ট পরবর্তী কালিগঞ্জ থানায় যোগদান করেন তিনি দশ মাস সুনামের সাথে চাকরি জীবন অতিবাহিত করেন।

 

তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে নিরস্ত্র যোগদান করবেন। নবাগত কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান শ্যামনগর থানার ওসি তদন্ত থেকে কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।

 

বিদায়ী ও নবাগত থানা অফিসার ইনচার্জকে কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন আমি কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চাই। থানাকে দালালমুক্ত করতে আমি সদা সচেষ্ট থাকব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com