• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

গাজী টায়ার্স তুষারের সেঞ্চুরিতে পাত্তাই পেল না

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ঈদের ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রূপগঞ্জ। শুভাগত হোমের বোলিংয়ের সামনে ১৫০ রানে থেমে যায় গাজীর ইনিংস। ১৫১ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনার তুষার ও সাদমান ইসলামের অবিচ্ছিন্ন ১৫২ রানের ওপেনিং জুটিতে ১৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। তুষার সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ৬৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে সাদমান ৫১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া গাজী টায়ার্স ব্যাটিংয়ে খেই হারিয়েছে। রূপগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৪.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় তারা। দুই ওপেনার ইফতেখার হোসেন ইফতি ও মোহাব্বত হোসেন রোমান মিলে ওপেনিংয়ে ৪১ রানের জুটি গড়েছিলেন। তার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ইফতি ৩০ ও রোমানের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। রূপগঞ্জের হয়ে শুভাগত হোম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এ ছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আবদুল হালিম নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও শামীম হোমেন পাটোয়ারি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com