• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৬
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

গাবুরা-পদ্মপুকুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। অনুষ্ঠান ২ টি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন।

 

গাবুরায় স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ও পদ্মপুকুর ইউনিয়নে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান।

 

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ইউনিয়ন ২টিতে সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ সংস্কার, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, গাবুরা ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ, মাদক ও ডাকাত নির্মূল, ইউনিয়নটির মধ্যস্থানে পুলিশ ক্যাম্প ও হাসপাতাল স্থাপনসহ সকল সমস্যা সমাধানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল নাবিদ রিফাত মনজুর, পিএসসি, অধিনায়ক ৩৭ বীর; লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস পরিচালক ও অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস; র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ; কৈখালী কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রাসেল মিয়া।
এছাড়া মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

 

তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।

 

সভায় বক্তারা দীর্ঘদিনের জলবায়ু সংকট, অবকাঠামোগত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com