প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ১০:৫৫ এ.এম
জীবনের বৈপরীত্য
হতাশার পাশে স্বপ্ন আছে
ক্লান্তির পরে বিশ্রাম,
দুঃখ সুখের বৈপরীত্যে
জীবন চলে অবিরাম।
কান্নার পাশে থাকে হাসি
রাতের পাশে দিন,
মন্দ ছাড়া এই পৃথিবীর
ভালোটা মূল্যহীন।
বিশ্বাস যখন হেঁটে চলে
পাশেই থাকে অবিশ্বাস,
সর্বনাশের কবলে ভাসে
শান্তির মরা লাশ।
নরকের পাশে স্বর্গ বিরাজ
জীবনের পাশে মৃত্যু,
ব্যাধি ছাড়া সুখের তবে
আছে কী তার গুরুত্ব।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com