• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

টাইগ্রেসরা টি-টোয়েন্টি নিয়ে আশাবাদী

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের সামনে কোনো রকম লড়াইও করতে পারেনি জ্যোতি বাহিনী। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব ডিপার্টমেন্টেই ধুঁকেছেন। সব ম্যাচ হেরে হয়েছে ধবলধোলাইও। তবে সেসব ভুলে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বেশ মনোযোগী স্বাগতিকরা। এই ফরম্যাটে তারা বেশ আশাবাদীয়ও। গত শুক্রবার অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন টাইগ্রেস অলরাউন্ডার রিতু মনি। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বাংলাদেশ। এ নিয়ে রিতু বলেন, ‘অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই সিরিজটা। আর এটাকে লক্ষ করে আমাদের অনুশীলন করানো হয়েছে আশা করি এই সিরিজটা আমাদের ভালো যাবে।’ সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ার পরও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। এ নিয়ে টাইগ্রেস এই অলরাউন্ডার বলেন, ‘আসলে গত কয়েক মাস ধরে আমাদের টি-টোয়েন্টির অনুশীলনটা বেশি করা হচ্ছে। ওডিআইটাও করা হয়েছে, তবে আমি মনে করি যে ওডিআইয়ের থেকে আমাদের টি-টোয়েন্টিটা ভালো যাবে কারণ বিগত যেই অনুশীলনগুলো করে আসছি ভালো করে আসছি।’ এর আগে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই দেখা গিয়েছিল স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতা। কোনো ম্যাচেই দলীয় রান তিন অঙ্কের ঘর ছুঁতে পারেনি। টপ অর্ডারের ব্যাটাররা নিয়মিতই ছিলেন হতাশ। নিচের দিকের ব্যাটাররাও তাদের থেকে বেশি রান পেত। আর এমন পারফরম্যান্সে বেশ সমালোচনাও হয়েছে দলটিকে নিয়ে যা এখনো চলমান রয়েছে। তবে সেসবকে পেছনে ফেলে এবার ব্যাটাররা ঘুরে দাঁড়াবে বলে মনে করেন রিতু। বলেন, ‘কিছু কিছু সিচুয়েশনের আমরা মুখোমুখি হয়েছিলাম (ওয়ানডেতে), আসলে সেগুলো থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা যেমনটা খেলি তেমনটা খেলতে পারিনি, হয়তো-বা মানসিক দিক থেকে। তবে বলব মানসিক দিক থেকেই আমরা পারেনি কারণ দেখা গিয়েছে আমাদের দুই-তিনটা উইকেট আগেই পড়ে গিয়েছে আমাদের বাকি ব্যাটাররা শেষের দিকে আর কিছুই করতে পারে না। এখন টি- টোয়েন্টি ফরম্যাটে সবার মানসিকতাটাই আলাদা থাকে। তাই আমি আশাবাদী যে, এটা ওয়ানডে থেকে ভালো ফলাফল দেবে।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com