• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

খুলনার ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মাঠে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি মেলার একটি স্টলে এভাবেই শস্য দানা দিয়ে তৈরি করা হয়েছে এমন চিত্রকর্ম। ডুমুরিয়ায় মানচিত্র তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাদম বীজ, মান কচু,ওলকচু , আলু,মেটেআলু,অন্যান্য ফসলের বীজ। এছাড়া অসাধারন এই ছবি দেখে মুগ্ধ অতিথি দর্শনার্থীরা।

 

বুধবার ৫জুন সকাল ১১টার দিকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের আগে উপজেলা প্রশাসনিক ভবন চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। ‌ র‌্যালী শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। স্টল।

 

সে সময় খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত উপ পরিচালক এস এম মিজান মাহমুদ ,ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ
হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান সমবায় কর্মকর্তা সরদার সেলিম ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপ-সহকারী কর্মকর্তা করুণা মন্ডল সহ , উপ সহকারী কৃষি
কর্মকর্তাসহ উপজেলা কৃষি উদ্দোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

 

স্টল পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কন্দাল ফসলের পুষ্টি গুণ অনেক বেশী এবং এই ফসল খুবই নিরাপদ খাবার যা চাষ করে কৃষক লাভবানও হয়। এই দিকগুলো বিবেচনা করেই এর গুরুত্ব তুলে ধরে কৃষকদের এই ফসল আবাদে আরো বেশী উদ্বুদ্ধ করতেই মেলার আয়োজন।

মেলায় কন্দাল ফসলের উন্নত জাত প্রদর্শন করছি। ফলে কৃষক যেমন জাত সম্পর্কে জানতে পারছে তেমনি উন্নত চাষ পদ্ধতির বিষয়েও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com