• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

দেবহাটায় জামায়াতের অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
জামায়াতের কর্মী সমাবেশ 

দেবহাটায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে মঙ্গলবার ৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দীন মাহমুদ ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা হাফেজ এমদাদুল হক। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল,পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়নের আমীর মাহবুব হোসেন, দেবহাটা ইউনিয়নের প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়েজুল ইসলাম, দেবহাটার উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আগেও ছিল আর এখনো আছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে সকল আলেম উলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, বিডিআর বিদ্রোহের নামে চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করে দেশকে শূন্য করে রেখে গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই, আর তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে তিনি যোগ করেন। কর্মী সভা শেষে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com