• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের অপসারন দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
প্রধান শিক্ষকের অপসারন দাবীতে বিক্ষোভ

প্রধান শিক্ষকের অপসারন সহ দূর্নীতির তদন্তের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ, শেখ মিরাজুল, শান্ত ,ইকবাল হোসেন সাগর, রাগিব আব্দুল্লাহ মুবিন, মিঠু প্রমূখ।

 

এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে। এর আগে শিক্ষার্থীরা পাটকেলঘাটা ভূমি কমিশনারের কার্যলয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ক্যাপ্টেন ফাইম এবং ভূমি কমিশনার প্রধান শিক্ষককে অপসারণ এবং সব দুর্নিতির তদন্ত করা হবে বলে আন্দোলনরত ছাত্রদের আশ্বাস প্রদান করলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তালা সহকারী ভূমি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

 

অভিযোগ সুত্র জানা গেছে, আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পরে, বিদ্যালয়ে অনিয়মিত আসা যাওয়া করেন।তিনি বিদ্যালয়ের মাঠে বালু ভরাটের নামে দুই লক্ষটাকা আত্মসাৎ করেছেন। শিক্ষকদের অনুমতি ছাড়াই খেয়াল খুশিমত টাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর নিয়োগে রহমত আলী ১০লক্ষ ২৫ টাকা অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া স্কুল ফান্ডের অর্ধকোটি লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে অভিযোগ শিক্ষকদের।

 

তালা উপজেলার সহকারী ভূমি কমিশনার আব্দুল আল আমিন জানান, এ ঘটনায় ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। অভিযোগে অনিয়মের বিষয় গুলো খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

 

এসময় সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com