• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি / ৩২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ,

সাতক্ষীরার  পাটকেলঘাটা আদর্শ  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে   ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক  অবরোধ করে  বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এসময় তারা একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে ।
পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে  এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।
বক্তরা বলেন, শেখ  আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরয়া হয়ে উঠেছে। সে নিয়মিত স্কুলে আসেনা। প্রতিষ্টানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের  টাকা লুটপাট  করে খেয়েছে।
এছাড়া কয়েক মাস  বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর  কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। দূর্নীতিবাজ এই প্রধান শিক্ষক  পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন তারা।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ  আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান, ইতিপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে কর্তৃপক্ষ আমার কোন দূর্নীতি পায়নি।৫আগষ্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষক  আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে  জন্য আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানে ছাত্রদের উসকে দিয়েছে। তারা আমাকে জোর পূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।
তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন  জানান,আপাতত আব্দুল হাইকে স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছ। দ্রুত সময়ের মধ্যে তার  বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এর পরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com