Dhaka ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ কায়দায় প্যান্টের পকেটে লুকানো ছিল দুই কোটি টাকার স্বর্ণ।

  • Md musleuddin
  • Update Time : ০৮:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ Time View

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে তাদের আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বারগুলোর মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮)।

বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ও মাহাফুজকে আটক করে বর্ডার গার্ড বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি চালালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম।

বর্ডার গার্ড (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি স্বীকার করেছেন যে, তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিলেন। তারা ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

 

About Author Information

mdmusle uddin

জনপ্রিয়
rt5dyrtyrtyt

বিশেষ কায়দায় প্যান্টের পকেটে লুকানো ছিল দুই কোটি টাকার স্বর্ণ।

Update Time : ০৮:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে তাদের আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বারগুলোর মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮)।

বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ও মাহাফুজকে আটক করে বর্ডার গার্ড বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি চালালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম।

বর্ডার গার্ড (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি স্বীকার করেছেন যে, তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিলেন। তারা ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।