• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সাবেক উপজেলা যুবদল, কৃষকদল ও তাতীদলের সভাপতি ওয়াজেদ আলি বিশ্বাস,সাবেক জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা।

 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মনিরুলজ্জামান মনি, সাবেক জাসাস সভাপতি মো. নাসির উদ্দীন নাহিদ, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আব্দুল আলিম।

 

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. শিয়াত সালেহ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ মোস্তাক আহমেদ ও মো. জাহাঙ্গীর হোসেন।

 

জানা গেছে, ২০০৯ সালের পর এটিই তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামীর নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলি বিশ্বাস বলেন, আমরা চাই ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির প্রতিনিধিদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক। এতে ইউনিয়ন বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। সভাপতি পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, যা ভবিষ্যতে বিএনপিকে শক্তিশালী করবে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমরা দলকে এগিয়ে নিতে চাই।

 

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালা উপজেলার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি বলেন, যদি একাধিক প্রার্থী থাকে, তবে ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হবে। এর মাধ্যমে তৃণমূল বিএনপিতে নতুন নেতৃত্বের পথ সুগম হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com