• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

মণিরামপুরে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ২২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মণিরামপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মণিরামপুরে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোববার সকাল ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে বিগত ২০২২ সালে দুই শতক সরকারি জমি দখল করে ৬টি পাঁকা স্থাপনা (দোকান) নির্মাণ করা হয়।

 

অভিযোগ রয়েছে স্থানীয় মৃত রেজাউল করিমের ছেলে রিফাত ও তার পরিবারের লোকজন দূর্বাডাঙ্গা ইউনিয়ন
ছাত্রলীগের আহŸায়ক আবু সাঈদের নেতৃত্বে ওই জমি দখল করেন। দখলের পর সেখানে ছয়টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। সরকারি জমি দখলের সময় স্থানীয়রা বাধা দিলে রিফাতের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই সময় তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনায় তৎকালিন সময়ে অভিযোগ করা হলেও অৎানা কারণে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ নিয়াজ মাখদুম জানান, উপজেলার কোনা কোলা মৌজার-০১ নং খতিয়ানের ২৫৩ নং দাগে কাঁচা রাস্তা শ্রেণির প্রায় ২ শতাংশ দীর্ঘদিনের অবৈধ দখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়াসহ ব্যবসা করে আসছিল। উপজেলা ব্যাপি চলমাণ অবৈধ দখল মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নির্মিত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়াসহ উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়।

 

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করে। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com