• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে মতবিনিময়

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
পরিচ্ছন্নতা কর্মীদের মতবিনিময়

মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিসির বাস্তবায়ন এবং প্র্যাকটিক্যাল এ্যাকশনের অর্থায়নে মাল্টি স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করেন।

 

পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রতিনিধি মরমীতাজ ইসলাম ও এসডিসির প্রতিনিধি ফেরদৌসী আক্তার জলি।

 

পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সামগ্রীক দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি বলেন, পৌরসভার পরিচ্ছন্ন পরিবেশ সুনিশ্চিত করণে সকলকে সচেতনতায় একত্রিত হয়ে কার্যাবলি বাস্তবায়ন করার আহবান জানান।

 

এছাড়া অতিথিরা পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়েও আলোচনা করা হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রতিনিধি মরমীতাজ ইসলাম বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনেরর সহযোগিতা পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য ঝুকি কমিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পরিধান করণের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

 

আলোচনা সভা শেষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে গামবুট বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com