• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

মোরেলগঞ্জে লবনপানিতে ১৩ একর তরমুজ ক্ষেত বিনষ্ট, কৃষকের কোটি টাকা স্বপ্ন বিলীন

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের সাড়ে ১৩ একর (২০ বিঘা) তরমুজ ফসলী ক্ষেতে লবন পানি প্রবেশ করে ৪৪ হাজার তরমুজের চারা গাছ মরে সাবার। কৃষকের কোটি টাকা স্বপ্ন এখন বিলীন, অপুরুনীয় ক্ষতিতে দিশেহারা ওই কৃষক পরিবার। অসাধু মৎস্য ঘের ব্যবসায়ীদের স্বার্থে স্লুইজ গেট থেকে লবন পানি প্রবেশ বন্ধের দাবী স্থানীয় কৃষকদের। উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগীর ঘটনাস্থল পরিদর্শন।

 

সরজমিনে (বুধবার) খোজ নিয়ে জানা গেছে, উপজেলা তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামের কৃষক আবুল বাশার হাওলাদার তার পতিত ২০ বিঘা জমিতে এ বছর প্রথম তরমুজ বীজ বপন করেন। দেশী আমন ধান ঘরে তোলার পরে ৮ মাস ফসলী মাঠ থাকে পরে, সেই জমিতে তারই এক বন্ধুর পরামর্শে বাংলালিং ও ম্যাংগোলা টু প্রজাতের তরমুজ বীজ বপন করে স্বল্প সময়ে ৩ মাসে তরমুজ ফলন ফলিয়ে বাজারে বিক্রি করতে পারবে। বীজ বপনের ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে প্রতিটি গাছে ফলন আসবে এমন উন্নত জাতের তরমুজ ওই এলাকায় তিনি প্রথম উৎপাদন করতে যাচ্ছেন। ৬৪ হাজার তরমুজের চারা তার গোটা ফসলী মাঠ জুড়ে, প্রতিটি গাছের ডগায় তরমুজ ফল কেবলমাত্র ধরেছে। অনেক গাছে তরমুজ ফল সর্বোচ্চ ৫শ’ গ্রাম পর্যন্ত হয়েছে। হঠাৎ করে ¯øুইজ গেট থেকে খালে লবন পানি প্রবেশ করায়, সেই পানি থেকে তরমুজ মাঠে সেচ দিবার কারনে কৃষকের গত ১ সপ্তাহ ধরে প্রতিনিয়ত গাছ মরে গিয়ে ৪৪ হাজারে দাড়িয়েছে। অবশেষে ফসলী মাঠে রয়েছে মাত্র ২০ হাজার গাছ। স্থানীয় মৎস্য ঘের ব্যবসায়ীদের স্বার্থে রাতের আধারে স্লুইজ গেটের মূল ফটক তুলে পানি তোলার অভিযোগ রায়েছে।

 

কৃষক আবুল বাশার হাওলাদার তরমুজ ফসলী মাঠে দাড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে দাদন টাকা এনে তরমুজ ক্ষেতে ফসল উৎপাদনের জন্য এ পর্যন্ত সার, ওষুধ ও শ্রমিকসহ প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। ৫ জন শ্রমিকের নিয়মিত মাঠে পরিচর্যার জন্য তাদের জনপ্রতি প্রতি মাসে ১৮ হাজার টাকা করে বেতন দিয়ে আসছে। আর মাত্র দেড় মাস পরে ১ লাখ ২৮ হাজার তরমুজ ফল বাজারজাত করতে পারতো। এতে তার ঘরে আসতো প্রায় কেটি টাকা, এ অপরুনীয় ক্ষতি কিভাবে পুশিয়ে উঠবে তার জানা নাই। তবুও হাল ছাড়েনি নতুন করে বাঁচার জন্য পুনরায় ৬ বিঘা জমিতে আমেরিকান প্রজাতির সাম্মাম বীজ বপন করে চারার বষয়ও ২০ দিন হয়ে গেছে। এ কৃষক, কৃষি দপ্তরের মাধ্যমে বিনামূল্যে সেচ পাম্পের মেশিনের দাবী জানান। মিষ্টি পানির সেচ দিতে পারলে ফলন ভাল আসলে কিছুটা ক্ষতি পুশিয়ে উঠতে পারবে বলে তিনি আশাবাদী।

এ বিষয়ে সংশ্লীষ্ট ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন হেরমা স্লুইজ গেটের চাবী তার পরিষদে থাকে, পরিচালনার জন্য একটি কমিটি রয়েছে। গোপনে বা যখন-তখন পানি উত্তোলনের কোন সুযোগ নেই, তবে মূল গেটের উপর থেকে অতিরিক্ত জোয়ারে অনেক সময় পানি প্রবেশ করে। বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে একাধীকবার জানানো হয়েছে।

এ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, তেলিগাতী গ্রামের তরমুজ চাষী আবুল বাশার হাওলাদারের লবন পানির কারনে ক্ষতির বিষয়টি সরজমিনে দেখা হয়েছে। ওই কৃষককে একটি সেচ পাম্প মেশিন বরাদ্দের পরিকল্পনা রয়েছে। স্লুইজ গেট থেকে যাতে করে লবন পানি প্রবেশ করতে না পারে সে বিষয়ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতণ কর্মকর্তাদের অবহিত করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com