• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

শিরোনামহীন নতুন গান-ভিডিও নিয়ে আসছে

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মাঝে মাঝেই শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যা”েছ দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। পাশাপাশি নিয়মিতই কনসার্টে অংশ নিতে দেখা যায় তাদের। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই ব্যান্ডটি তাদের ভক্ত-অনুরাগীদের জন্য উন্মুক্ত করতে যা”েছ প্রকাশিতব্য নতুন অ্যালবাম ‘বাতিঘর’-এর প্রথম গান। এরইমধ্যে অ্যালবামের নাম গান বাতিঘরের টিজারও প্রকাশিত হয়েছে। যা দেখে অনুমান করা গেছে, শুধু সাদাসিঁধে অডিও হিসেবে নয়, পুরো গান ভিডিও আকারে প্রকাশ করা হবে। শিরোনামহীনের বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘বাতিঘর অ্যালবামের গানগুলো আমাদের শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি। গানের শুটিং হয়েছে দেশের বাইরে, সর্বশেষ থাইল্যান্ডে আমরা শুটিং করেছি।’ উল্লেখ্য, অ্যালবামটিতে থাকবে মোট ১০টি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। তবে দু-একটি গানের শুটিং বাকি। যেগুলো হয়তো আগামী মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শুট করা হবে। গান-ভিডিওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজও বেশ যতœ নিয়ে করা হ”েছ বলে জানান জিয়া। ‘বাতিঘর’ অ্যালবামের প্রথম গানটি কবে দর্শকের সামনে আসছে? এমন প্রশ্নে জিয়া বলেন, ‘আমরা সব ধরনের প্র¯‘তি শেষ করেছি। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার প্রথম গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com