শ্যামনগরে ইকরা একাডেমীর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ১৬২
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার করুন
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পুরস্কার গ্রহন করছে এক শিশু
শ্যামনগরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ‘ইকরা একাডেমী’ শ্যামনগর শাখা(ক্যাম্পাস-০১)এর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা সদরের পৌরভবন সংলগ্ন নিজস্ব ক্যাম্পাসে ক্ষুদে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষ ২০২৪ এর দ্বিতীয় সেমিষ্টারের ফলাফল প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের শ্যামনগর শাখার পরিচালক আলহাজ্ব মাওলানা আওছাফুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) শ্যামনগর উপজেলার সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুর রশিদ, সহকারী অ্যধাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু দাউদ, ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার কর্মকর্তা জিয়াউর রহমান, মুফতি মাউছুফুর রহমান সিদ্দকী প্রমুখ।
ফলাফল ও পুরস্কার বিতরণী সভায় পুর্বে বক্তারা ছোট সোনামনিদের সামাজিক ও পারিবারিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেন। এছাড়া সামাজিক মুল্যবোধ গড়ে তোলা ছাড়াও সন্তানদের দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে অভিভাবক শ্রেনীর অগ্রনী ভুমিকা পালনেরও আহবান জানান।