প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ৩:৪৪ পি.এম
শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুসের শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া
সাতক্ষীরা'র শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)জশনে জুলুস উপলক্ষে শুক্রবার সকালে রামনগর, শংকরবাটি, গোবিন্দপুর এলাকার শত শত মুসুল্লি শ্যামনগর পৌরসভার হায়বাতপুর জামেমসজিদ থেকে শোভাযাত্রাটি বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হায়বাতপুর শেখপাড়া জামেমসজিদের ইমাম মাওলানা মোঃ সামসুরদ্দীন, নকিপুর জমিদার বাড়ির মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসানুজ্জামান, মাওলানা বিলাল হুসাইন, গোবিন্দপুর পাকপাঞ্জতন জামেমসজিদের ইমাম মাওলানা নাজমুল সাহাদাত, আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান শেখ আব্দুর রাসেদ, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com