• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রূপান্তর গোফরইম্প্যাক্ট কর্মসূচির উদ্যোগে শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত ৩১ জন নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের অগ্রগতি রিসোর্টে এ সমাপনী অনুষ্ঠান হয়। প্রশিক্ষণ আয়োজন করে রূপান্তর, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এবং কারিগরি সহযোগিতা প্রদান করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন,সমন্বিত পানি ব্যবস্থাপনা,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নারী প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি।

 

এছাড়া প্রশিক্ষণে ইতিবাচক মনোভাব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, নারী নেতৃত্বে ক্ষমতার মানচিত্র বিশ্লেষণ, স্থানীয় সরকার আইন এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যদের ক্ষমতা ও বিশেষ কার্যাবলী বিধিমালা ২০১৬ সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

 

আলোচকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউনিয়ন পরিষদের ভূমিকা, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে জেন্ডার সংবেদনশীল কর্মপরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, “নারীদের স্থানীয় সরকার পরিচালনায় আরও এগিয়ে আসতে হবে। নিজেদের প্রমাণ করার এটাই উপযুক্ত সময়।”

 

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্প বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com