• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

সাবেক এমপি’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান: ইয়াবা-অ স্ত্র সহ ছেলে আ ট ক

সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ঘটনায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

 

রোববার (১৫ জুন) দুপুরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন ওই বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনানিবাসের মেজর ইফতেখার আহমেদ।

 

অভিযান শুরুর মুহূর্তেই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমন। তবে যৌথবাহিনীর সদস্যরা তৎপরতার সঙ্গে তাকে আটক করতে সক্ষম হন।

 

সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরা জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র। তার মা রিফাত আমিন আওয়ামী লীগের মহিলা উপকমিটির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভানেত্রী ছিলেন এবং এক সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাত আমিনের বাসা থেকে তিন শতাধিক ইয়াবা, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদের বোতল এবং একাধিক খালি বোতল উদ্ধার করা হয়েছে। আটককৃত সাফায়াত সরোয়ার রুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যে এ ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, রাজনীতির ছত্রছায়ায় থাকা পরিবারগুলোর মধ্যে এমন অনৈতিক কর্মকাণ্ড হতাশাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, আমরা কখনো ভাবিনি, এই বাসায় এ রকম কিছু হতে পারে।

 

এদিকে প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।

 

এই রিপোর্টটি এখন আলোচনার কেন্দ্রে — সাবেক সংসদ সদস্য পরিবারের সঙ্গে মাদক ও অস্ত্রের সংশ্লিষ্টতা নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com