• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

মহম্মদপুরে শ্রেষ্ট শ্রেনি শিক্ষকের সম্মাননা পেলেন শহিদুজ্জামান

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৭০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ জুন, ২০২৪
শ্রেষ্ট শ্রেনি শিক্ষকের সম্মাননা পেলেন শহিদুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর মাগুরার মহম্মদপুর উপজেলার সম্মাননা স্মারক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। শ্রেষ্ট প্রতিষ্ঠান, শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ট শ্রেনি শিক্ষকসহ কয়েকটি ক্যাটাগরিতে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার (৩ জুন) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ট শ্রেনি শিক্ষকের সম্মাননা স্মারক পেয়েছেন পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি ও কথাসাহিত্যিক মোঃ শহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্টদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মুন্সি রাসেল হোসেন, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বেবী নাজনীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী ও নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তোরাপ। গত ২ মে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্টত্ব ঘোষনা করা হয়।

 

এতে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি শহিদুজ্জামান শ্রেষ্ট শ্রেনি শিক্ষক এবং মোঃ ফরিদ আহমেদ শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মোঃ শহিদুজ্জামান জাতীয় শিক্ষা সপ্তাহে এর আগে দুইবার উপজেলা পর্যায়ে এবং একবার জেলা পর্যায়ে শ্রেষ্ট শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন। মোঃ শহিদুজ্জামান একাধারে একজন কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার।

 

তার লেখা- চাঁদের হাসি (কাব্যগ্রন্থ), অধরা (উপন্যাস) ও নীল শাড়ী (ছোট গল্প) নামের কয়েকটি বই বিভিন্ন সময়ে একুশে বই মেলায় বেরিয়েছে। আর এ জন্য তিনি শিক্ষা ও সাহিত্য-সাংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। শ্রেষ্ট শ্রেনি শিক্ষক কবি মোঃ শহিদুজ্জামান জানান, আমি সব সময় চেষ্টা করেছি সাহিত্য ও সাংস্কৃতিতে সবাইকে উদ্বুদ্ধ করার। তবে আমার এই সফলতার জন্য প্রধান শিক্ষক ফরিদ আহম্মদসহ ম্যানেজিং কমিটি, সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার মানুষ সার্বিকভাবে আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com