• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১০
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

ধানদিয়ায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একজনকে পি টি য়ে র ক্তা ক্ত জ খ ম

নিজস্ব প্রতিনিধি / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম

ফসলি জমিতে গাছের ডালের ছায়া পড়ে ভাল ফসল জন্মাচ্ছিল না। একাধিকবার গাছের ডাল কেটে নেওয়ার কথা বললেও কোন রকম কর্নপাত করেনি গাছ মালিক। তাই বাধ্য হয়ে নিজেই গাছের ডাল কেটে দেন কৃষক ইউনুছ আলি। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা গাজী ওরফে মৌলভীর ছেলে রানা (৩৫), মৃত রহিম বক্স গাজীর ছেলে আব্দুল গফুর (৫৫) ও আঃ সবুর গাজীর ছেলে মুজাহিদ (২৫) কৃষক ইউনুছ আলি ও তার ছেলে পিটিয়ে রক্তাক্ত্র জখম করে। এসময় তাদের আত্ম-চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটে বুধবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের পাচপাড়া গ্রামে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে আহত কৃষকের ছেলে মেহেদী হাসান।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে কৃষক ইউনুছ আলি্র ঝড়গাছা মৌজার ১৫৮ দাগের ফসলি জমিতে গাছের ডাল যাওয়া নিয়ে দ্বন্দ চলে আসছিল। সম্প্রতি ওই গাছের ডাল কাটা নিয়ে মারধোর করে রক্তাক্ত করা হয় ওই কৃষককে।

আহত মেহেদী হাসান বলেন, আমার বাবাকে মারধোর করছে এমন খবর পেয়ে তাদের প্রতিহত করতে আসিক। এসময় তারা আমাকেও পেটাতে থাকে। এক পর্যায়ে আমরা মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাদের খুন করে ফেলার হুমকি দিতে দিতে স্থান ত্যাগ করে। এসময় আমার পকেটে থাকা ২৫’শ টাকা ছিনিয়ে নেয়।

এঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com