• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

আইন শৃঙ্খলার উপর নির্ভর করে এলাকায় সুখ ও সমৃদ্ধি – ডাঃ আ ফ ম রুহুল হক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
আশাশুনি

আইন শৃঙ্খলার উপর নির্ভর করে এলাকায় সুখ ও সমৃদ্ধি। যে এলাকার মানুষ যত সুশৃঙ্খল সেই এলাকা ততই উন্নত। আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলার যেন কোন প্রকার অবনতি না হয় সে বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সজাক দৃষ্টি রাখতে হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এসব কথা বলেন।

 

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মোসলেমা খাতুন মিলি, এসডিও রাশেদুল ইসলাম, এসও সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস. এম হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দ্বীপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দ্বীপ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল সহ আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথির বক্তব্য প্রদান কালে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম বলেন-কোটা আন্দোলনকারীদের সকল দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এই আন্দোলনকে পুজি করে কোন ধরনের সহিংসতা আশাশুনিতে বরদাস্ত করা হবে না। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন- আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে কেউ যেন আমাদের শান্ত উপজেলাকে অশান্ত করতে না পারে। সাংবাদিক ও জনপ্রতিনিধিদের জোয়া সংক্রান্ত আলোচনাকে ভিত্তি করে থানার ওসিকে নির্দেশনা দিয়ে তিনি বলেন- আজ থেকে আশাশুনি উপজেলার কোথাও কোন জুয়াড়ি থাকবে না। ক্যারাম, লুডু ও তাশ খেলার আড়ালে জুয়া চললে তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com