• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

পাটকেলঘাটায় ৪দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

আল মামুন / ১৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
৪দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

পাটকেলঘাটা, সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার তালা উপজেলার উপজেলার পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের সামনে থেকে ৪দফা দাবিতে বৃহস্পতিবার সকালে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী আন্দলোনের শিক্ষার্থীরা। মিছিলটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাচ রাস্তা মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। এতে মনি, মিরাজ, গালিব হাসান, রাসেলসহ শত শত শিক্ষার্থী অংশ নেয়।

 

চার দফা দাবি হলো-

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদীব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

 

অন্যদিকে এ উপজেলার একমাত্র বানিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের সড়কগুলো দীর্ঘদিন যাবৎ খানা-খন্দকে পরিনত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে আছে। অবহেলিত এ সড়কগুলো বিগত কয়েক বছরে তেমন কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। বর্ষা মৌসুমে সড়কগুলো চলাচলের উপযোগী করতে ওয়াকার, মুকেশ, অমি, মাহবুবসহ ২০জন শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সংস্কার করছেন। শিক্ষার্থীদের এ কাজে খুশি সড়কে চলাচলরত জনসাধারণ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com