আশাশুনিতে নকল নবীশদের চাকরী জাতীয় করণের দাবীতে কলম বিরতি পালন
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো
/ ২১৭
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
শেয়ার করুন
চাকরী জাতীয় করণের দাবীতে কলম বিরতি পালন
সারা দেশব্যাপী ৫০৩টি সাব রেজিস্ট্রী অফিসের বৈষম্যের শিকার নকলনবীশদের চাকরী জাতীয়করণের ১ দফা ১ দাবী আদায়ের লক্ষ্যে কলম বিরতি ও ধর্মঘট এর অংশ হিসাবে আশাশুনিতে কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন এর বাস্তবায়নে আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসের সামনে নকলনবীশরা সারিবদ্ধভাবে দাড়িয়ে কর্মসূচি পালন করেন। পরবর্তীতে অফিসে অবস্থান করে কলম বিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে নির্মল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাজমুল হোসেন, তাছলিমা পারভিন আইরিন ও সুদীপ্ত চক্রবর্তী।
এসময় ইছাফুল কবির, বিজন কুমার সরকার, তাসমিম নাহার, রিক্তা সরকার, শরিফুল ইসলাম, আছাদুজ্জামান গালীব, দিগন্ত তরফদার, ছন্দা সরকার, সীমা ঢালী, শিবু ঢালী, জাহিদ হোসেন, সুপ্রিয়া মন্ডল, মাধুরী লতা মন্ডল, মানবেন্দ্র ঢালী, বাবু লাল সরকার, শিল্পী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।