• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

ডুমুরিয়ায় মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 

ডুমুরিয়ার আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি, ডুমুরিয়া, খুলনার আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্প প্রকল্প বাস্তবায়নেঃ মৎস্য অধিদপ্তরসহ-বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

 

বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া মৎস্যবীজ উৎপাদন খামার, ২৫ জন বাছাই কৃত চাষীদের নিয়ে ১দিনের‌ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

 

উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা মৎস্য ফার্মের ক্ষেত্র সহকারী জে এম নিজাম উদ্দিন, মোঃ আলাউদ্দিন ও এস ডি এফ ক্লাস্টার অফিসার ওয়াকিবুন্নেছা প্রমুখ।

 

প্রধান অতিথি বলেন বাংলাদেশের সমুদ্রের আয়তন বেশি বড় নয়। সমুদ্রকে বাঁচিয়ে রাখতে না পারলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। বলার সময় অনেকেই বিশাল সমুদ্র বললেও বাংলাদেশের সমুদ্র অঞ্চল বড় নয়। সমুদ্রের আয়তনে পৃথিবীর ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান নিচের দিক থেকে ১৩তম। যেহেতু আমাদের সমুদ্র অঞ্চল ছোট তাই আমাদের সমুদ্র রক্ষার ক্ষেত্রেও অধিক যত্ন নিতে হবে। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো কোনো কাজকর্ম সমুদ্রে করা যাবে না। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক বলেন নদী ও সমুদ্রের উপর চাপ কমাতে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে মাছ ও চিংড়ি চাষের পরামর্শ দেন। তিনি আরও বলেন প্রকল্প হতে মাছ চাষের জন্য গ্রাম সমিতির উক্ত প্যাকেজের সবাইকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com