• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সিয়ামের পরিবারের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি / ২৮০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
শহীদ সিয়ামের পরিবারের মানববন্ধন

বৈষম্য বিরোধী আন্দোলনে বগুড়ার সেউজগাড়ি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত হয় কিশোর সিয়াম শুভ। নিহত পরিবারকে পরবর্তীতে বগুড়া জেলা বিএনপি, অঙ্গ সংগঠন এবং জামায়াত ইসলামসহ বিভিন্ন সংগঠন থেকে শহীদ সিয়ামের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আর্থিক অনুদান পাওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসনের নামে কতিপয় অসাধু কর্মকর্তা উক্ত টাকার উপরে লোলুপ দৃষ্টি প্রদান করে। সোমবার পরবর্তীতে গত ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় শহরের হাড্ডি পট্টি এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তা সেঁজে ৮ থেকে ১০ জন অতর্কিত ওই এলাকায় সিয়ামের বাড়িতে অভিযান চালায়।
এ সময়ে তারা সিয়ামের মা কে ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ী বলে গ্রেপ্তারের হুমকি দেয়। তারা তিন লক্ষ টাকা দাবি করে। এই পরিবারটি সেই তিন লক্ষ টাকা দিতে অস্বীকার করায় শারীরিকভাবে নির্যাতন করে এবং তাদেরকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে। স্ত্রীকে মারধর করা দেখে তার স্বামী ভয়েতে অনুদান থেকে প্রাপ্ত সেই দুলক্ষ টাকা তাদের হাতে বুঝিয়ে দেয়। তারা টাকা নিয়ে যাওয়ার সময় হুমকি দেয় যে আরও এক লক্ষ টাকা না দিলে তারা সিয়ামের মাকে মাদক ব্যবসায়ী বলে ধরে নিয়ে যাবে।
গত সোমবারের সেই ঘটনার পরেই আজ বুধবার বিকেল পাঁচ ঘটিকায় শহরের হাড্ডি পট্টি এলাকায় সিয়ামের পরিবার এবং এলাকাবাসী একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তারা টাকা ছিনতাই এর বিষয়ে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিয়ামের মা শাপলা বেগম, সিয়ামের খালা পাখি, সুখী, ইতি আশরাফুল সহ এলাকার লোকজন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com