শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ২১৭
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার করুন
প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্য্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল এর সঞ্চালনায় এবং সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির এর সভাপতিত্বে কার্য্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি, এম, আব্দুল কাদের, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজী মুরাদ হোসেন।
সভায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, পরিচালনা কমিটিদ্বয়, সকল পর্যবেক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। তাছাড়া প্রেসক্লাব কে গতিশীল অব্যাহত রাখতে সাংগঠনিক বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়।