• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

পাটকেলঘাটায় সরকারী গাছ কাটার অভিযোগ চেয়ারম্যান পূত্রের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি / ২০৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
পাটকেলঘাটায় সরকারী গাছ কাটার অভিযোগ

সরকারী কোন বৈধঅনুমতি না নিয়ে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেনের বিরুদ্ধে। বুধবার সকালে পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকা থেকে গাছ কাটার পরে কাট জব্দ করে তালা সহকারী ভূমি কর্মকর্তা। ফিরোজ হোসেন সরুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে। সে পাশাপাশি সামাজিক বনায়ন সংস্কারের সভাপতি দ্বায়িক্ত পালন করছে।

 

স্থানীয়রা জানান, ফিরোজ হোসেন গাছ সুরোক্ষার নামে দীর্ঘদিন ধরে নিজেই গাছ কেটে আত্মসাৎ করে আসছে। বুধবার সকালে তার লোকজন দিয়ে সরকারী গাছ কেটে বিক্রি করার জন্য নিয়ে যায়।ওই সময় তালা সহকারী ভূমি কর্মকর্তাকে খবর পেয়ে তিনি দুই ভ্যান কাট জব্দ করে নিয়ে যান।

 

অভিযোগ অস্বীকার করে সামাজিক বনায়ন সুরক্ষা কমিটির সরুলিয়া শাখার সভাপতি ফিরোজ হোসেন জানান, সামাজিক বনায়ন রক্ষার্থে সরকার পাবে ১৫% সেই চুক্তিতে গাছ লাগানো ছিল। গাছ কাটার অনুমতি পত্র তার কাছে আছে। বর্তমানে অনান্য গাছ রক্ষার জন্য ৫টার মরা গাছ কেটে ফেলা হয়েছে। এগুলি বন কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। তবে তার কাছে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চাইলে দেখাতে পারেনি।

 

তালা সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান, কপোতাক্ষ নদীর তীরের পাটকেলঘাটা শ্মশান ঘাট এলাকা থেকে অবৈধ ভাবে গাছ কাটার সময় দুই ভ্যান কাট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com