• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

মণিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আটক

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৬৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আটক

যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামীলীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী ব্যবসায়ী আবদুল মজিদকে পুলিশের হাতে আটক হয়েছে। সে একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস জানান, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালিন-২০১৩ সালে অগ্রিম ইট বিক্রয় বাবদ যশোরের ঠিকাদার মোবাশে^র হোসেন বাবুর নিকট থেকে ৭ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন। ঠিকাদার মোবাশে^র বাবু অভিযোগ করেন, মজিদ তাকে ইট সরবরাহ না করে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ওই একাউন্টে কোন টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালিন মালিক আবদুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

 

আদালত এ মামলায় মজিদকে এক বছরের কারাদন্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল ফোনে কল করা হলে সেটটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com