• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৪
সর্বশেষ :
ফুলকপি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক উপকারী। ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

শ্যামনগরে জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন, কানের দুল

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে জোর পূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল। এ ঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। বাদুড়িয়া গ্রামের আ.স.ম মোসলেহ উদ্দীনের স্ত্রী মুনমুন জাহান ওরফে মুন্নি (৩৪) শ্যামনগর থানায় ৫ জনের অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন। মুন্নীর লিখিত অভিযোগে জানান, বাদুড়িয়া গ্রামের আবু সিদ্দিক গাজী, আদম আলী গাজী, মোবারাক হোসেন গাজী, খুকু মনি ও নাছিমা খাতুন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দলেভারী, গুন্ডা, সন্ত্রাসী, লাঠিয়াল, ভূমিদস্যু, পরসম্পদলোভী, আইন অমান্যকারী, শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী হিংস্র প্রকৃতির একজোটভুক্ত ব্যক্তি মর্মে অভিযোগ করা হয়।

 

বিগত ১০/১২/২০২৪ তারিখে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনি জনতাবন্ধে হাতে লোহার রড, শাবল, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জমি বিরোধে মুন্নি কে বেদহড়ক মারপিট করে রক্তাক্ত করে ফোলা জখম করে । এ সময় মুন্নীর ব্যবহৃত গলার স্বর্ণের চেইন ও স্বর্ণের বাম কানের দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে।

 

তার স্বামীর নিজ নামে আটুলিয়া মৌজায় ১২নং খতিয়ানে, সাবেক দাগ নং- ৩৭৪৭, হল দাগ নং ১০৩২০, জমি পরিমান ১১ শতক সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন। সেখানে পাকা প্রাচীর দিয়ে ভোগ দখল করলেও তারা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে দেয়। তাছাড়া বাড়িতে অনাধিকার প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, লুটপাট ও নগদ টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা মুন্নী কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com