• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৪
সর্বশেষ :
ফুলকপি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক উপকারী। ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আসাদুল্লাহ বাহার, সভাপতি হাফিজুর রহমান সম্পাদক

 

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির দীর্ঘ ৭ বছর পর ১১ জানুয়ারি (শনিবার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছিল।

 

সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । পদগুলি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেন।

 

সভাপতি পদে জিএম আসাদুল্লাহ বাহার আছু ছাতা প্রতীকে ৪৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আশেক ইলাহী মুন্না আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট, ও শেখ জাবের হোসেন হরিণ প্রতিকে পেয়েছেন ১৯ ভোট । সাধারণ সম্পাদক পদে জিএম হাফিজুর রহমান মোরগ প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকে আশরাফ হোসেন ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান মাছ প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আকতারুজ্জামান আক্তার গোলাপ ফুল প্রতিকে ৫২ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে,মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতিকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মোনতাকদির আলম ফ্যান প্রতিকে পেয়েছেন ৫২ ভোট।

 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ডাঃ মতিউর রহমান বাল্ব প্রতিকে,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোতালেব হোসেন প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে আব্দুস সাত্তার প্রতিক ইট।

 

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও আহবায়ক মুহাঃ একরামুল কবীর, রিটানিং অফিসার মুহাঃ আব্দুর রউফ, প্রিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর আল আজাদ,সহকারী প্রিজাইডিং অফিসার নূরুন্নবী মোস্তফা, পোলিং অফিসার দীপক কুমার মন্ডল,সহ- রিটানিং অফিসার জি এম আব্দুল কাদের আহবায়ক সদস্য,সহ-পিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর হোসেন, নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com