• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৪
সর্বশেষ :
ফুলকপি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক উপকারী। ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

দেবহাটা সমিতির বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

দেবহাটা উপজেলা সমিতির নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময় করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করায় অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুজ্জামান, এনডিসি, সিএমপি কে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা এর উদ্যোগে অভিনন্দন, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডঃ মোঃ খলিলুর রহমান, আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু এবং আরও অনেক সদস্যবৃন্দ। এসময় মহাপরিচালকের সাথে উপজেলার আনেক সমস্যা নিয়ে নিন্মরুপ আলোচনা হয়। সেগুলো হলো যথাক্রমে ১. দেবহাটা উপজেলার কোমরপুর ও ভাতশালা এলাকায় নদীভাঙন রোধ ও প্রতিকার। ২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে আলোকিত পথে ফেরানোর উদ্যোগ। ৩. অবৈধ ইটভাটার বিস্তার রোধ এবং ভাটায় মাটি বহনকারী গাড়ির নিরাপদ চলাচল নিশ্চিতকরণ। ৪. সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ। ৫. দেবহাটা উপজেলার বিভিন্ন সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ। ৬. ইছামতির পাশে রুপসী ম্যানগ্রোভ এর উন্নয়ন সংক্রান্ত। ৭. সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার অব্যাহত অংশগ্রহণ। আলোচনায় মহাপরিচালক উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এবং দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে আলোচনা চলাকালীন সময়ে উপরোক্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন।

 

এছাড়াও, দেবহাটা উপজেলা সমিতির সন্মানিত উপদেষ্টা ড. মো: খলিলুর রহমানকে সাথে নিয়ে মহাপরিচালক দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর বাৎসরিক মিলনমেলা ও বনভোজন-২০২৫ এ অংশগ্রহণের “রেজিষ্ট্রেশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

পরিশেষে মহাপরিচালক সবসময় দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর পাশে থেকে মানবিক, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আলোচনার সমাপ্তি করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com