• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪০
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

শ্যামনগরে আন্ত: জেলার মোটরসাইকেল চোরসহ ৫ সদস্য গ্রে ফ তা র

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা, থানার নেতৃত্বে জিডি নং-১৩০০, তারিখ-২৭ মার্চ তুহিন বাওয়ালী, এসআই চন্দন কুমার মন্ডল, এসআই মোস্তাক আহামেদ এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন, এসআই এম সজীব আহমেদ, এসআই অভিক বড়াল সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধৃত ১নং আসামী সালাউদ্দিন গাজী ও ২নং আসামী আবু বক্কার গাজীসহ চোরাই মোটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে ২৭ মার্চ বিকাল ৪টার সময় শ্যামনগর থানাধীন গাবুরা গ্রামের আসামী মোস্তাফিজুর রহমান নান্নু এর বসতবাড়ি হতে এবং পরবর্তীতে অন্যন্য আসামীগণের বাড়ি থেকে সর্বমোট ০৯ টি মোটর সাইকেল উদ্ধারপূর্বক ০৫ জন কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী হলো, কালিগঞ্জ থানার কাকশিয়ালী গ্রামের মৃত্যু হাসান গাজীর ছেলে সালাউদ্দিন গাজী (৩৮), শ্যামনগর থানার চিংড়িখালী গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র আবু বক্কর সিদ্দিক গাজী(৫৫),একই উপজেলার গাবুরা গ্রামের ইউনুস আলী গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫), একই গ্রামের গফুর গাজীর ছেলে আতিকুর রহমান সাজু(৩৮), ৯ নং সোরা গ্রামের ছাকাত গাজীর ছেলে শাহাজাহান গাজী(৩৫), সর্ব থানা-শ্যামনগর , জেলা-সাতক্ষীরা গ্রেফতারকৃত আসামীগণের বিভিন্ন তথ্যে আসামী সালাউদ্দিন গাজী শ্যামনগর থানা এলাকা হতে সু-কৌশলে মোটরসাইকেল চুরি করিয়া অপর সহযোগী আসামীগণের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে।

 

আসামীগণ অভ্যাসগত চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়।

 

আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ অন্য জেলায় একাধিক চুরি,অস্ত্র,মাদক মামলা রয়েছে। আসামী সালাউদ্দিন গাজী এর বিরুদ্ধে ১৫ টি মামলা, আবু বক্কর সিদ্দিক গাজী এর বিরুদ্ধে ২৭ টি মামলা, মোস্তাফিজুর রহমান নান্নুএর বিরুদ্ধে ৩ টি মামলা, আতিকুর রহমান সাজু এর বিরুদ্ধে ৩ টি মামলা এবং শাহাজাহান গাজীএর বিরুদ্ধে ৩ টি মামলায় অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীগণের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-৩১, তারিখ-২৮ মার্চ ২০২৫ ধারা- ৪১৩ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com