• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩১
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

শ্যামনগরে আলম সানা ও মাছুম সানার স ন্ত্রা সী কার্যক্রমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ মে, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী গ্রামের আলম সানা ও মাছুম সানার বাহিনীর অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-দাতিনাখালী গ্রামের আব্দুল করিম গাজীর পুত্র
আব্দুল হান্নান (৩৫)।

 

তিনি লিখিত বক্তব্যে বলেন,শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড দাতিনাখালী গ্রামে সন্ত্রাসী কর্মকান্ড করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে একই গ্রামের মোঃ গনি সানার পুত্র আলম সানা ও মোসলেম সানার পুত্র মাছুম সানা।

 

তাদের নেতৃত্বে এলাকায় রাম রাজত্ব কায়েম করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী মূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একাধিক মামলা চলমান আছে। তাদের নিত্য নৈমক্তিক পেশা অন্যের সম্পদ লুট করা এবং জুলুম, অন্যায় অত্যাচারের মাধ্যমে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা।

 

বিগত ৫ আগষ্ট পরে সরকার পতনের দিনে আলম সানা ও মাছুম সানা নেতৃত্বে লাঠিয়াল বাহিনী শ্যামনগর থানার অস্ত্র লুটপাটের জড়িত থাকার অভিযোগ করেন। আলম সানা ও মাছুম সানার নেতৃত্বে শাহাজামাল (৪৪),শাহা-আলম (৩৮), সালমান শাহ (৩৫), মিলন সানা (২৩), জাহাঙ্গীর সানা (৩৫), মঈনুল ইসলাম (৪০) সহ সঙ্গবদ্ধ ভাবে এলাকার নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার, নির্যাতন, মৎস্য ঘের ভেড়ী লুটপাট, দোকান পাট ভাংচুর, সুন্দরবনের হরিণ শিকার, সুন্দরবনে ডাকাতির মত জঘন্য কাজ বেছে নেয়ার অভিযোগ করেন। এলাকাবাসী তাদের কারনে অতিষ্ট হয়ে পড়েছে। তাদের এহেন সন্ত্রাসী কর্মকান্ডে কেহ প্রতিবাদ করার সাহস পায় না এবং প্রতিবাদ করলে জীবন নাশের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করা হয়। তাদের অপরাধের প্রবনতা দিন দিন বেড়েই চলেছে।

 

এলাকাবাসী আলম সানা ও মাছুম সানা বাহিনীর হাত থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com