• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

ডুমুরিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের অবহিতকরণ সেমিনার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেজ) এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর শার্শা উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুর ইসলাম, ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে সম্মা‌নিত আলোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কানিজ মোস্তফা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হোসেনুর রহমান, মোঃ আইনাল হক, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টার মোঃ মনির হোসেন, ডুমুরিয়া সমবায় সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

 

সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, ডুমুরিয়া প্রেসক্লাবের‌ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা জেলা সদস্য মোঃ সরোয়ার হোসেন, আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল সমারেশ মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিনসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

 

দেশে আয়ের দিক দিয়ে পিছিয়ে পড়া বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর ৫৭ লাখ মানুষের মধ্যে বেদে, তাঁতী, কামার, কুমার ও জেলে সম্প্রদায়েই হতদরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।
এই বিপুল জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

আমাদের দেশে এখন ৫৭ লাখ মানুষ আছে যারা প্রান্তিক জনগোষ্ঠী। তাদেরকে আমরা অর্থনীতির মূলস্রোতে আনতে না পারলে আমাদের অর্থনীতি অর্থবহ ও টেকসই হবে না।

 

সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com