• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

শ্যামনগরে ভূমিহীন পাচিবালা ও ফাতেমার বন্দোবস্তকৃত জমি জোর পূর্বক দখল বৃত্তশালীদের

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫

শ্যামনগরে ভূমিহীন পাঁচিবালা ও ফাতেমার বন্দোবস্ত কৃত ১একর ৬০ শতক জমি জোর পূর্বক দখল করে রেখেছে বৃত্তশালী তপন,কমলেশ ও দিলীপ গাইন।

 

এ ঘটনায় বন্দোবস্তকৃত জমির মালিকগণ সঠিক মাপ জরিপ পূর্বক দখল বুঝে দেওয়ার জন্য ৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

 

উপজেলার মিরগাং গ্রামের মৃত দেবেন ভাঙ্গীর পুত্র জঙ্গল ভাঙ্গি ও তার ভাইয়ের পুত্রবধূ প্রিয়াংকা এক অভিযোগে জানান, জঙ্গল ভাঙ্গীর মাতা পাচিবালা সরকার বাহাদুরের নিকট থেকে গত ইং ২/১/১৯৯৪ সালে হরিনগর মৌজার এস, এ, ১নং খতিয়ানের ১৮১৭,১৮১৮ দাগে ২৯ নং রেজিস্ট্রি কোবলামুলে ১একর জমি বন্দোবস্ত লইয়া শান্তিপূর্ণ ভোগ দখলে ছিল। যার হাল দাগ ৮০৬৪ ডিপি ৩৬৭৮, যার মিউটিশন ও খাজনা পরিশোধ। তার স্বামী দেবেন্দ্রনাথ ভাঙ্গীর মৃত্যুর পর পাচি বালা মহিলা হওয়ায় ও তার পুত্রদ্বয় নাবালক থাকায় তৎকালীন আওয়ামীলীগ সরকার এর আমলে যুবলীগ নেতাদের সহযোগিতায় ঐ এলাকার বৃত্তশালী সুবোধ গায়েন এর পুত্র তপন গাইন, কমলেশ গাইন ও দীলিপ গাইন জোর পূর্বক দখল করে নেয়, এমনকি কমলেশ গাইন তাদের বন্দোবস্তকৃত জমির উপর পাকা একতলা বিল্ডিং করেছে।

 

এছাড়া তাদের জমির উপরে মধুর বাক্স বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

 

একই গ্রামের ফাতেমা ও মিজানুর অপর অভিযোগে জনান,তাদের নামে সরকার বাহাদুরের নিকট থেকে গত ইং ২৩/৩/১৯৯৩ সালে হরিনগর মৌজার ১ নং খতিয়ানের ১৮১৭ও ১৮১৮ দাগে ১৪৩৫ নং রেজিস্ট্রি কবলামুলে ৯২ শতক জমি বন্দোবস্ত লইয়া শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা অবস্থায় তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগ নেতাদের সহযোগিতায় ৪০ শতক জমি বৃত্তশালী তারক মন্ডল দিং ধীরেন্দ্র মণ্ডল, হরিশচন্দ্র মন্ডল ও মিরাজুল ইসলাম জোরপূর্বক দখল করে রেখেছে। যার ডিপি নং ৩৬৭৯,হাল দাগ নং ৮০৬৪, যার মিউটিশন ও খাজনা পরিশোধ।

 

ভুক্তভোগী অভিযোগকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সঠিক মাপজরিপ পূর্বক বন্দোবস্তকৃত জমি ফিরে পাওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন।

 

সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বিষয়টির স্বজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ তথা প্রতিবেদন প্রেরণের জন্য মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি উভয়পক্ষকে ডেকে একটা মীমাংসার চেষ্টা করছেন।

 

এমত অবস্থায় বহু সম্পত্তির মালিক তপন গায়েন কমলেশ ও দিলীপ গায়েন অন্যের জমি দখলে রাতে বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ শুরু করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com