• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

হাফিজুর রহমান শিমুল / ৭১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ জুন ২০২৫) বিকাল ৪টায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

 

কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তাসকিন মেহেদী তাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাকুর হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজু ও সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী প্রমুখ।

 

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সদস্যঘোষিত কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দসহ ছাত্রদলের শতাধিক নেতা এবং কর্মী সমর্থকবৃন্দ।

 

উল্লেখ্য যে, গত ১৭ জুন-২৫ তারিখে কালিগঞ্জ সরকারী কলেজসহ উপজেলা এলাকার বিভিন্ন কলেজ শাখায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষনা দেওয়া হয়। কমিটি গুলো প্রকৃত বিএনপির পরিবার ও শহীদ জিয়ার আদর্শকে বুকে লালনপালন কারীদের দিয়েই গঠন করা হয়েছে বলেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে। সেকারণেই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হচ্ছে বলে জানগেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com