• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র

জাহাঙ্গীর হোসেন / ৬৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী রাজাপুর ঘাট পুনঃ দরপত্র বাতিল করা হয়।

 

 

সোমবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র কার্যালয়ে দরপত্রদাতাদের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, বাৎসরিক যে হাট ও ঘাটের ইজারা আমরা বৈশাখ মাসে একবার দশটি হাট ও ঘাটের ইজারা আমরা দিয়েছিলাম। এর মধ্যে একটি ঘাট সেটি হলো রাজাপুর ইজারা স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় এবং যে ইজারাদার সে শর্তাবলী ভঙ্গের কারনে সেটি আমরা বাতিল করি। সেটা আপনারা সবাই অবগত আছেন। পরবর্তীতে আমরা সেটার পুনরায় দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করি। সেই ঘাটের সোমবার (৩০ জুন) নির্ধারিত দিন ছিল। আজকে আমাদের দুটি দরপত্র দাখিল হয়েছে। এই ঘাটের সরকারি ইজারা মূল্য ছিল ২৬ লাখ ১৯ হাজার ৮শত ৩৪ টাকা।

 

তিনি আরও বলেন, আজকে আমাদের দাখিলকৃত দুটি দরপত্রের একজন হলো মাসুদ আহমেদ দাখিল করে দিছেন ২৩ লক্ষ ৮০ হাজার । তার জামানাতে রেট ঠিক ছিল কিন্তু তার দাখিলকৃত সরকারি মূল্যের চেয়ে কম। আরেকটি দিয়েছেন রবিন। তিনি দিয়েছেন ২১ লক্ষ ৫০ হাজার টাকা। এটা সরকারি মূল্যের চেয়ে কম। আমাদের নির্ধারিত ২৫% জামানতের চেয়েও কম। সেটিও সরকারি ইজারা মূল্যের চেয়ে কম। সিডিউল বিক্রি জন্য আমাদের আরেকটি তারিখ রয়েছে মঙ্লবার (১ জুলাই) সেটা ওপেনিং হবে বুধবার (২ জুলাই)। মঙ্গলবার (১ জুলাই) সিডিউল বিক্রি হবে এবং বুধবার (২ জুলাই) দরদাতাদের উপস্থিতিেত পুনরায় দরপত্রে ওপেন করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের সাদিয়া আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন ও সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রমজান হোসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com