• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

দেবহাটায় বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৭৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
Oplus_131072

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জেলায় কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যু থাকবেনা। জেলার মধ্যে কোন অরাজকতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সে যেই হোক কাউকেই ছাড় দেয়া হবেনা।

 

পুলিশ সুপার বলেন, আজ দেশের জন্য যে ছাত্র জনতা জীবন দিয়ে গেছে তাদের সেই অবদানকে স্বীকার করে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেবহাটার খলিসাখালীতে যারা বিশৃঙ্খলা করছে অবৈধভাবে জমি দখল করছে তাদের প্রতিরোধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত করে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।

 

পুলিশ সুপার এসময় সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার প্রদানের ঘোষনা দেন। সোমবার ১১ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, শিক্ষানবিশ এএসপি আনারুল কবির, শিক্ষানবিশ এএসপি শফিকুল ইসলাম ও দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান।

 

দেবহাটা থানার এএসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদক সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যুদের প্রতিরোধ করতে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

 

এছাড়া যে বা যারা এই ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

 

সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার সাধারন মানুষ ও খলিশাখালীর ভূমিহীন জনপদের জমির মালিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com