• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

আশাশুনির দরগাহপুরে বিএনপির সম্মেলন ৯ ওয়ার্ডে ৩টি করে পদে ফলাফল ঘোষণা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৭৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার একযোগে সকল ওয়ার্ডের সম্মেলনে ভোট গ্রহনের দিনক্ষণ নির্ধারিত ছিল। ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ৪টি ওয়ার্ডে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সন্ধ্যায় দরগাহপুর কলেজিয়েট স্কুল চত্বরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন, সাতক্ষীরা ৩ সংসদীয় টিম লিডার ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম। ফলাফলে দেখা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫টি ওয়ার্ডেঃ ১ নং ওয়ার্ড ঃ সভাপতি আঃ ছাত্তার গাজী, সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী ও সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ সরদার। ২নং ওয়ার্ডঃ সভাপতি নাজিম উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক এছমাইল সরদার, ৩ নং ওয়ার্ড ঃ সভাপতি শেখ রজব আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গাজী, সাংগঠনিক সম্পাদক রাকিদুল ইসলাম মোড়ল। ৬ নং ওয়ার্ড ঃ সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম শামীমুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। ৮ নং ওয়ার্ড ঃ সভাপতি শেখ আঃ ছাত্তার, সাধারণ সম্পাদক দিদারুল হক ও সাংগঠনিক সম্পাদক আঃ জিহাদ।

 

এছাড়া ভোটের মাধ্যমে নির্বািচতরা হলেনঃ ৪ নং ওয়ার্ড ঃ সভাপতি শহিদুল ইসলাম (৯৮ ভোট), সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম (৯৬), সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুছ মোড়ল (৯৮)। ৫ নং ওয়ার্ড ঃ সভাপতি এহছান আলী (৯১), সাধারণ সম্পাদক এবাদুল মোড়ল (৮৬), সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম মোড়ল (৮৯)। ৭ নং ওয়ার্ড ঃ সভাপতি শেখ জুবায়ের আলী (১১৩), সাধারণ সম্পাদক শেখ আঃ হাফিজ ১১৩, সাংগঠনিক সম্পাদক মিঠু রহমান (১১৩)। ৯ নং ওয়ার্ড ঃ সভাপতি আঃ মজিদ মোল্যা (১০০), সাধারণ সম্পাদক এবাদুল সরদার (১০৩) ও সাংগঠনিক সম্পাদক জি এম আলমগীর হোসেন (১০২ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

এসময় জেলা বিএনপি ও সংসদীয় আসন ৩ সদস্য শেখ মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আসিবুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সাবেক যুগ্ম আহবায়ক খায়রুল আহসান, জুলফিকর আলী জুলি, সার্চ কমিটির সদন্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com