• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

দেবহাটার কুলিয়ায় শিশুকার্ডে অনিয়মের অভিযোগে মা’নব’বন্ধন ও বি’ক্ষো’ভ

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটার কুলিয়ায় শিশুকার্ড ভুক্তভোগী তালিকায় এক যুবদল নেতার অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় এলাকাবাসীর আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে শতাধিকের বেশি মহিলা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কুলিয়া ইউনিয়নের শিশুকার্ড ভুক্তভোগী তালিকায় অর্থের বিনিময় ও বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে উপজেলা যুবদলের এক নেতা তালিকায় নাম দিয়েছেন এমন অভিযোগ করেন সমাবেশে অংশগ্রহণকারী মহিলারা।

 

তারা ঐ যু্বদল নেতার নাম উল্লেখ করে বলেন, তিনি টাকা নিয়ে সরকারী নিয়মনীতির বাইরে যেয়ে যারা শিশু কার্ড পাওয়ার যোগ্য না তাদের নাম দিয়েছেন। এমনকি যাচাই বাচাই শেষে তালিকা উপজেলা থেকে চুড়ান্ত করার পরে চাল প্রদানের আগ মূহুর্তে কম্পিউটার প্রিন্টের তালিকাভুক্ত একজনের নাম দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্ররোচিত করে আরেকজনের নাম হাতে লিখে দিয়েছেন। যার কারনে এলাকাবাসী গত মঙ্গলবার চাল প্রদানের দিন তাৎক্ষণিক প্রতিবাদ জানালে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে ঐ হাতে লেখা নাম বাদ দিয়ে পূর্বের নাম বহাল রাখা হয়। তাদের অভিযোগ মতে, এক বাড়িতে দুই তিনজনের নামেও শিশু কার্ড দেয়া হয়েছে, যেটা সরকারী নিয়মের পরিপন্হী।

 

এসকল অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মানববন্ধন ও বিক্ষোভে বন্যা খাতুন এর নেতৃত্বে ভুক্তভোগী মনিরা খাতুন, তাসলিমা খাতুন, খুকুমণি, ফরিদা খাতুন, নাজমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com