• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নি’ন্দা ও প্র’তি’বাদ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গত ৮ সেপ্টেম্বর (সোমবার) দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত“উন্নয়ন বরাদ্দে বৈষম্য থামছে না: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ” শিরোনামে খবরের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উপদেষ্টা ইকবাল মাসুদ ও সমিতির আহবায়ক খাইরুল ইসলাম এবং সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

বিবৃতিতে তারা বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা, যেটা জাতীয় রাজস্বতে একটি বড় ভূমিকা রাখে। এই জেলায় ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। এই জেলার প্রাকৃতিক ঐতিহ্য “সুন্দরবন” অবস্থিত হওয়ায় সারাবছর লক্ষ লক্ষ পর্যটকের আগমন হয় কিন্তু রাস্তা-ঘাটের করুন দশা দিন-দিন বেড়ে চলেছে। রাস্তা ঘাটের বেহাল দশা, সুপেয় পানির অভাব, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অবস্থা জরাজীর্ণ। এরকম একটি প্রেক্ষাপটে যখন বর্তমান সরকার এই বৈষম্য নিরসনের জন্য কিছু উন্নয়নের উদ্যোগ নিয়েছে ঠিক সেই সময় সাতক্ষীরার উন্নয়নকে পিছিয়ে দিতে ও এই অবহেলিত জেলার মানুষের উন্নয়নের বিরোধিতা করে একটি চক্রান্তকারী গোষ্ঠী সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাবাসীর পক্ষে এই মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধ ও সাতক্ষীরার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছে দেবহাটা উপজেলাসহ সাতক্ষীরার স্বর্বস্থরের জনগন।

 

উল্লেখ্য, সাতক্ষীরার দেবহাটা উপজেলার উন্নয়ন নিয়ে বিভ্রান্তিকর মন্তব‍্য করা হয়েছে কিন্তু সকলের অবগতির জন্য জানা উচিত যে, গত আগস্টে সরকার পরিবর্তের পরে দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারি মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ সার্স করে দেখে যে দেশের সবচেয়ে অবহেলিত জেলার মধ্যে রংপুর বিভাগ এবং সাতক্ষীরা জেলা অন্যতম। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয় সাতক্ষীরা এবং রংপুর বিভাগ ভ্রমণ করে উনারা নিজেরাই উন্নয়ন বাজেট নির্ধারণ করেন। এই জন‍্য রংপুর বিভাগের প্রতিটি উপজেলাতে পাবলিক লাইব্রেরি স্থাপনের বাজেট বরাদ্দ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। এছাড়া প্রচন্ড শীতের সময় শীতবস্ত্র হিসেবে জেলার প্রতিটি অবহেলিত পরিবারের জন্য কম্বল বিতরণ নিশ্চিত করেছেন।

 

তাছাড়া গত মাসে উপদেষ্টা নিজেই উপস্থিত হয়ে রংপুরের গাইবান্ধা জেলাতে ১৪৯০ মিটারের একটি ব্রিজের উদ্বোধন করেন যার প্রকল্প ব‍্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা। কিন্তু আমরা সাতক্ষীরাবাসি রংপুরের তুলনায় কিছুই পায়নি বরং জেলার প্রধান সড়ক ৪ লেনের রাস্তার অনুমোদিত বাজেট ও কর্তন করা হয়েছে।

 

আমরা সাতক্ষীরাবাসি আর এই অবহেলা নিয়ে বসে থাকতে চাই না, আমরা চাই সকল বৈষম্য ও প্রপাগাণ্ডা দূর করে আমাদের সাতক্ষীরার উন্নয়ন। এই ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে দেবহাটা সমিতি জোর প্রতিবাদ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com