• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

মহম্মদপুরের মানুষের ঋণ পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব- ড. আলী আফজাল

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋনী। এই ঋন পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্মস্থান উপজেলার বালিদিয়া গ্রামে, এই গ্রামেই আমার বেড়ে ওঠা ও লেখা পড়ার হাতে ঘড়ি। তাই আমার উপজেলাবাসীর সকল ভালো কাজেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দারুল কোরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক ব্যাক্তি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে আজ যে বিভক্তি তার মূল কারণ খুঁজে বের করতে হবে। সে অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। এছাড়া চব্বিশের বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাই আমাদের সকলকে আল্লাহর শোকর গোঁজার করতে হবে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাগুরার মহম্মদপুরে দারুল কোরআন মডেল মাদরাসার আয়োজনে মাদরাসার সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সিকুরিটি এন্ড সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর মো. আলমগীর হাসান রাজু, সমাজসেবক খসরুল আলম খসরু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ আবু তালহা, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মুফতি মাসুদুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।

 

সমাবেশ শেষে মাদরাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সুধীজনের  উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com